পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেরা হলো না শরিফার

পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেরা হলো না শরিফার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪২, ২১ আগস্ট ২০২৫

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি পরীক্ষার হলে অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। তবে পরীক্ষার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ছাত্রী শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, “আমাদের প্রিয় ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement