কালীগঞ্জে ফ্ল্যাট থেকে নারীসহ ব্যক্তি আটক

কালীগঞ্জে ফ্ল্যাট থেকে নারীসহ ব্যক্তি আটক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩১, ২১ আগস্ট ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডের সময় এক নারীসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌরসভার সিআই পট্টি আবাসিক এলাকার ফাতেমা মঞ্জিল ভবনের দোতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম দোলন (৪৩)। তিনি উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের বাসিন্দা মো. মসলেম মণ্ডলের ছেলে। তবে আটক হওয়া নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement