ডাকসু নির্বাচনে ভুয়া সাংবাদিক আটক, কারাগারে প্রেরণ

ডাকসু নির্বাচনে ভুয়া সাংবাদিক আটক, কারাগারে প্রেরণ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময়ে ক্যাম্পাসে অনুমোদনবিহীন প্রবেশ ও নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করার অভিযোগে ভুয়া সাংবাদিক পরিচয়ে জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। এদিন আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান আদালতে আবেদন করেন, যাতে তাকে কারাগারে আটক রাখা হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জাহিদ সন্দেহজনকভাবে ক্যাম্পাসে ঘুরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নাম ও ঠিকানা নিশ্চিত করেন, কিন্তু ঘুরাফেরা করার উদ্দেশ্য জানতে চাইলে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ চলাকালীন ক্যাম্পাসে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকে। এই নিয়ন্ত্রণ অমান্য করে আসামি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার বা অন্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। আদালত আরও জানায়, আসামিকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারা অনুযায়ী জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার বিষয়ে অধিকতর তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত-পূর্বক প্রতিবেদন না আসা পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement