ছাত্রদলের অভিযোগে ব্যর্থতা, ফরহাদের তোপ

ছাত্রদলের অভিযোগে ব্যর্থতা, ফরহাদের তোপ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। তারা আমাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছে, কিন্তু সেই অভিযোগের কোনো প্রমাণ তারা দিতে পারেনি। আমরা স্পষ্টভাবে বলব, তারা নাটক মঞ্চস্থ করতে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এস এম ফরহাদ আরও বলেন, যে কেন্দ্রগুলোতে অভিযোগ উঠছে, সেসব কেন্দ্রের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা এই দাবি জানানোর পাশাপাশি আশা করছি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement