দ্য কাঠমান্ডু পোস্টের অফিসে আগুন, ওয়েবসাইটও বন্ধ

Published : ১৯:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫
নেপালে টানা সহিংস বিক্ষোভের মধ্যে রাজধানী কাঠমান্ডুতে দেশটির সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান কান্তিপুর পাবলিকেশনের ভবন আগুনে পুড়ে গেছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু।
টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের উপরের তলা পর্যন্ত দাউদাউ করে আগুন জ্বলছে। কান্তিপুর পাবলিকেশনস থেকে প্রকাশিত হয় ইংরেজি দৈনিক ‘দ্য কাঠমান্ডু পোস্ট’, এবং ভবনটিতে এই পত্রিকার অফিসসহ আরও বিভিন্ন অফিস স্থাপন করা ছিল। আগুন লাগার পর দ্য কাঠমান্ডু পোস্টের ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
এর আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করলেও নেপালের রাস্তায় সহিংসতা থামেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি নিজ দেশ ছাড়ার পরিকল্পনা নিয়ে দুবাইয়ে যাচ্ছেন। পদত্যাগের আগেও পার্লামেন্ট ভবন, রাজনৈতিক দলের কার্যালয়, মন্ত্রীদের বাড়ি-ঘরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছিলেন। শর্মার পদত্যাগের পরও এই অগ্নিসংযোগ থামেনি।
এমন অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল। দেশটির অন্যান্য সরকারি কর্মকর্তারা এক যৌথ বিবৃতিতে সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী কেপি শর্মার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এখন নাগরিকদের আরও প্রাণহানি ও সম্পদের ক্ষতি এড়াতে শান্ত থাকা প্রয়োজন। এছাড়া সব পক্ষকে রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
BD/AN