ডাকসু নির্বাচন মোটের ওপর সন্তোষজনক: সারজিস আলম

ডাকসু নির্বাচন মোটের ওপর সন্তোষজনক: সারজিস আলম ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ডাকসু নির্বাচন এ পর্যন্ত যে প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, তা মোটের ওপর সন্তোষজনক। তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাশিত সংখ্যায় ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “দু-একটা বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বর্তমানে ভোট গণনা চলছে এবং শিগগিরই ফলাফল ঘোষণা হবে। শিক্ষার্থীদের পাশাপাশি সারা দেশের দৃষ্টি এখন এই ফলাফলের দিকে।”

সারজিস আরও লেখেন, “একটা দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচনের আয়োজন হয়েছে, যা এক অর্থে অভ্যুত্থানের ফসল। শুধুমাত্র রাজনৈতিক বিরোধ, পারস্পরিক দ্বন্দ্ব বা জয়-পরাজয়ের আশঙ্কায় যেন এই ডাকসুকে নষ্ট না করা হয়। যদি তা ঘটে, তাহলে যারাই দায়ী হোক না কেন, তারা কখনোই এই দায় এড়াতে পারবেন না এবং সেই দায়ের বোঝা নিয়ে সামনে এগোনোও কঠিন হবে।”

নিজে জিততে না পারলে নির্বাচন বানচাল করার প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে সারজিস বলেন, “ডাকসু বানচাল মানেই নিজেদের রাজনৈতিক সমাধি রচনা করা।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement