কাতারের রাজধানীতে ইসরাইলি আগ্রাসন, ক্ষতিগ্রস্ত ১২ ভবন

কাতারের রাজধানীতে ইসরাইলি আগ্রাসন, ক্ষতিগ্রস্ত ১২ ভবন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ওই সময় সেখানেই হামাসের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলায় অন্তত ডজনখানেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দোহারের কাটারা এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে “সুনির্দিষ্ট টার্গেটেড হামলা” পরিচালনা করেছে। তবে হতাহতদের পরিচয় বা তাদের অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

হামাসের একটি সূত্র বলছে, বৈঠক চলাকালীনই তাদের আলোচক দলের সদস্যদের উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে কাতার সরকার এ ঘটনাকে “কাপুরুষোচিত” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল এবং সরাসরি কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।

বিশেষজ্ঞদের মতে, উপসাগরীয় অঞ্চলে-বিশেষত কাতারে-ইসরাইলের এটাই প্রথম সামরিক পদক্ষেপ। অথচ এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি আল-উদেইদ।

বিশ্লেষকদের ধারণা, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement