মেসি ছাড়াই বাছাইপর্বের শেষ লড়াইয়ে নামছে আর্জেন্টিনা

Published : ২১:২০, ৯ সেপ্টেম্বর ২০২৫
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাতে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় গুয়াইয়াকিলের এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চায় তাদের ১৮তম ম্যাচ খেলতে নামবে লা আলবিসেলেস্তে।
তবে এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে তিনি ইতোমধ্যে ফিরে গেছেন মায়ামিতে। এদিকে কোচ লিওনেল স্কালোনি সাজিয়েছেন কিছুটা নতুন রূপের একাদশ।
সাম্প্রতিক ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ। এবার তাকে রাখা হচ্ছে শুরুর একাদশে। আক্রমণভাগে তার সঙ্গে থাকবেন নিকোলাস গনসালেস ও থিয়াগো আলমাদা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা রয়ে গেছে—লাউতারোর সঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ নাকি জুলিয়ানো সিমিওনে।
শাস্তির কারণে দলে নেই ক্রিস্টিয়ান রোমেরো। তার জায়গায় নামবেন লিওনার্দো বালেরদি। এছাড়া বিশ্রামে থাকতে পারেন নাহুয়েল মোলিনা, তার বদলে দেখা যেতে পারে গনসালো মন্টিয়েলকে। বাম পাশে শুরু থেকেই দায়িত্ব পালন করবেন নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠে থাকছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল ও নিকোলাস গনসালেস। তবে লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার চোট সমস্যায় ভুগছেন, ফলে তাকে বেঞ্চে বসে থাকতে হতে পারে।
সম্ভাব্য আর্জেন্টাইন একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিওনার্দো বালেরদি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গনসালেস; থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/জুলিয়ানো সিমিওনে।
কোচ: লিওনেল স্কালোনি
BD/AN