কার্জন হল কেন্দ্রে এলইডি স্ক্রিন হঠাৎ বন্ধ

Published : ২০:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার সময় কার্জন হল কেন্দ্রের বাইরের এলইডি স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে গেলে ভোটারদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। প্রায় ১৫ মিনিট পর কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির কথা জানিয়ে স্ক্রিনটি পুনরায় চালু করে।
সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ভোট গণনার সময় স্ক্রিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে উপস্থিত শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। অনেক শিক্ষার্থী কেন্দ্রের গেটে ধাক্কাধাক্কি শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের প্রধান বাইরে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে এটি কেবল কারিগরি ত্রুটি, এবং একজন টেকনিশিয়ান ডাকা হয়।
কয়েক মিনিটের মেরামতের পর সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এলইডি স্ক্রিনটি পুনরায় সচল হয়। এতে উদ্বিগ্ন ভোটারদের মাঝে স্বস্তি ফিরে আসে, যারা ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছিলেন।
কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন বলেন, "কারিগরি ত্রুটির কারণে স্ক্রিন হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। শিক্ষার্থীদের প্রতিবাদে আমরা বিষয়টি জানতে পারি এবং পরে টেকনিশিয়ান ডেকে সমস্যা সমাধান করা হয়।"
কার্জন হল কেন্দ্রে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী তিন হলেই উল্লেখযোগ্য ভোট অংশগ্রহণ দেখা গেছে। অমর একুশে হলে ১,৩০০ ভোটারের মধ্যে ১,০৮৩ জন ভোট দিয়েছেন (৬২%), শহীদুল্লাহ হলে ২,০০৫ ভোটারের মধ্যে ১,৬০৯ জন ভোট দিয়েছেন (৭৫%), এবং ফজলুল হক মুসলিম হলে ১,৭৭২ ভোটারের মধ্যে ১,৪৪৩ জন ভোট দিয়েছেন (৭৯%)।
স্বল্প সময়ের এই কারিগরি ত্রুটি শিক্ষার্থীদের নির্বাচনী স্বচ্ছতার প্রতি অঙ্গীকারকে আরও স্পষ্ট করেছে, যেখানে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফলে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
BD/AN