“ডাকসু বানচালের চেষ্টা হলে শিক্ষার্থীরা রুখে দেবে” — সাদিক কায়েম

“ডাকসু বানচালের চেষ্টা হলে শিক্ষার্থীরা রুখে দেবে” — সাদিক কায়েম ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের চেষ্টা যারা করছে, তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।

তিনি বলেন, ডাকসু নির্বাচন আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার অংশ। এই নির্বাচন বানচাল করার যে কোনো অপচেষ্টা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাবির সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সাদিক কায়েম আরও বলেন, আমাদের অবস্থান পরিষ্কার  যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেপ্তার করে থানায় পাঠাতে হবে। একই সঙ্গে যারা নেপথ্যে থেকে এই পরিস্থিতি তৈরি করছে, তাদেরও খুঁজে বের করতে হবে।

তিনি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বানচালের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাবি শিবির সভাপতি ও জিএস প্রার্থী এস এম ফরহাদ, সেক্রেটারি ও এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খানসহ অন্য নেতারা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement