ডাকসু নির্বাচনে ভোট পড়ল ৭৮.৩৩%

ডাকসু নির্বাচনে ভোট পড়ল ৭৮.৩৩% ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১০, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটদান হার দাঁড়িয়েছে ৭৮.৩৩ শতাংশে।

নির্বাচন কমিশনের তথ্যে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে সূর্যসেন হলে, যেখানে ভোটার উপস্থিতি ছিল ৮৮ শতাংশ। এরপর শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ, আর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভোট পড়েছে ৮৪.৫৬ শতাংশ।

অমর একুশে হলে ভোটের হার ছিল ৮৩.৩০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৩৭ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২.৫০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ এবং জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ভোট পড়েছে ৮০.২৪ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলে। মোট ৮১০টি বুথে শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট দেন। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১২টার মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement