ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় হলের নির্বাচনে সর্বত্র এগিয়ে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন

Published : ০৩:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় হলের নির্বাচনে সর্বত্র এগিয়ে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
হলে হলে ফলাফল
অমর একুশে হল
ভিপি: সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ১৪১
জিএস: ফরহাদ ৪৬৬, হামিম ১৮০
এজিএস: মহিউদ্দিন খান ৫২১, মায়েদ ১৪১
শামসুন্নাহার হল
ভিপি: সাদিক কায়েম ১১১৪, আবিদ ৪৩৪
জিএস: ফরহাদ ৮১৪, হামিম ৩১২
এজিএস: মহিউদ্দিন ৯০৫, মায়েদ ৩৩৬
সুফিয়া কামাল হল
ভিপি: সাদিক কায়েম ১২৭০, আবিদ ৪২৩
জিএস: ফরহাদ ৯৬৪, মেঘমল্লার ৫০৭
এজিএস: মহিউদ্দিন ১১৩৫, মায়েদ ৩৯৭
জিয়া হল
ভিপি: সাদিক কায়েম ৮৪১, আবিদ ১৮১
জিএস: ফরহাদ ৫৮৯, হামিম ২২৮
এজিএস: মহিউদ্দিন খান ৭০৫, মায়েদ ১৮৮
ফজলুল হক মুসলিম হল
ভিপি: সাদিক কায়েম ৮৮১, আবিদ ১৪১
জিএস: ফরহাদ ৫৮৯, হামিম ২২৮
এজিএস: মহিউদ্দিন ৭০৫, মায়েদ ১৮৮
শহীদুল্লাহ হল
ভিপি: সাদিক কায়েম ৯৬৬, আবিদ ১৯৯
জিএস: ফরহাদ ৭৭৩, হামিম ২৪৯
এজিএস: মহিউদ্দিন ৮৪৪, মায়েদ ১৭৯
মোট ভোটের হিসাব (৬ হল মিলিয়ে)
ভিপি পদে
সাদিক কায়েম: ৫৭১৬
আবিদ: ১৩৭৮
আবিদুল: ১৪১
জিএস পদে
ফরহাদ: ৪১৯৫
হামিম: ১১৯৭
মেঘমল্লার: ৫০৭
এজিএস পদে
মহিউদ্দিন: ৩৫৮৯
মহিউদ্দিন খান: ১২২৬
মায়েদ: ১৪২৯
সারসংক্ষেপ
সবগুলো হলে মিলিয়ে দেখা যাচ্ছে, ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন সর্বোচ্চ ভোটে এগিয়ে আছেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এই তিন প্রার্থীই এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
BD/AN