ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ার পথে ছাত্রশিবির

Published : ০৩:১৫, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে পৌঁছেছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, কার্জন হল, ভূতত্ত্ব কেন্দ্র ও অমর একুশে হলে শিবির সমর্থিত প্রার্থীরা অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় বিপুল ভোটে এগিয়ে আছেন। একটি অনানুষ্ঠানিক সূত্র জানিয়েছে, অবশিষ্ট আট কেন্দ্রের ফলাফলেও শিবিরের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
কার্জন হল ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণার কাজ শুরু হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, অমর একুশে হলে ভিপি পদে শিবির সমর্থিত আবু সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট। অন্যদিকে আবিদুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট, উমামা ফাতেমা ৯০ ভোট, শামীম হোসেন ১১১ ভোট, আবদুল কাদের ৩৬ ভোট এবং বিন ইয়ামিন মোল্লা ১ ভোট। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন পেয়েছেন ৪৬৬ ভোট। মেঘ মল্লার বসু পেয়েছেন ৮৬ ভোট, আবু বাকের মজুমদার ১৪৭ ভোট এবং তানভির বারী হামিম পেয়েছেন ১৮০ ভোট।
সুফিয়া কামাল হলের ফলাফলেও শিবিরের প্রার্থীরা এগিয়ে। ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১,২৭০ ভোট, যেখানে প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন ৪২৩ ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন ৯৬৪ ভোট, মেঘমল্লার বসু ৫০৭ ভোট এবং হামিম ৪০২ ভোট। এজিএস পদে মহিউদ্দীন পেয়েছেন ১,১৩৫ ভোট, আর হামিম পেয়েছেন ৩৯৭ ভোট।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।
ভোটগ্রহণ শেষে পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন হলে ভোটদানের হার ছিল যথাক্রমে—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪%, অমর একুশে হল ৮৩.৩০%, ফজলুল হক মুসলিম হল ৮১.৪৩%, জগন্নাথ হল ৮২.৪৪%, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮৪.৫৬%, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩%, রোকেয়া হল ৬৫.৫০%, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯%, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৬৭.০৮%, স্যার এ এফ রহমান হল ৮২.৫০%, হাজী মুহম্মদ মুহসীন হল ৮৩.৩৭%, বিজয় একাত্তর হল ৮৫.০২%, সূর্যসেন হল ৮৮%, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫%, শেখ মুজিবুর রহমান হল ৮৭%, কবি জসীম উদ্দীন হল ৮৬%, কবি সুফিয়া কামাল হল ৬৪%, এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭%।
BD/AN