ছাত্র পরিবহনের বাসে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ: সুষ্ঠু তদন্তের দাবি
Published : ২০:৩৮, ৯ নভেম্বর ২০২৫
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইউ) গভীর উদ্বেগ ও নিন্দার সঙ্গে জানাচ্ছে যে গত ৮ নভেম্বর ২০২৫, দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে রাজধানীর মিরপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহন সেবায় ব্যবহৃত দুটি বাসে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে উভয় বাসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগসহ পুরো প্রশাসন গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইতিহাসে ছাত্র পরিবহন বাসে অগ্নিসংযোগের মতো এমন হিংসাত্মক ও ফৌজদারি অপরাধের ঘটনা পূর্বে কখনও ঘটেনি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের উপর এমন ভয়াবহ হামলা কেবল বিশ্ববিদ্যালয়ের ক্ষতি নয়, এটি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ এবং জাতীয় সম্পদের ওপর আঘাত।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে দায়ীদের খুঁজে বের করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানাচ্ছে। তদন্তের দাবি: আমরা মনে করি, এই ঘটনার পিছনে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণ এবং তাদের উদ্দেশ্য উন্মোচনের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত আবশ্যক। এছাড়া, সংশ্লিষ্ট বাসের মালিকপক্ষ ইতোমধ্যে মিরপুর এলাকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করেছেন।
আমরা আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধের রহস্য উন্মোচন করবে এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনের পবিত্র পরিবেশ ও সম্পদের উপর এমন হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বিডি/এএন


































