শীত নিয়ে ফের দুঃসংবাদ: কুয়াশা বাড়ছে, ঠান্ডাও বাড়বে

শীত নিয়ে ফের দুঃসংবাদ: কুয়াশা বাড়ছে, ঠান্ডাও বাড়বে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫১, ১৯ নভেম্বর ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে এখন শীতের আভাস স্পষ্ট হয়ে উঠছে। ভোরের কুয়াশা আর ঘাসের ওপর ঝরে থাকা শিশির জানিয়ে দিচ্ছে—শীত খুব কাছেই।

এমন আবহে আগামী কয়েক দিনে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন সারাদেশে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া শুষ্কই থাকবে।

বিশেষ করে বৃহস্পতিবার থেকেই রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। এ সময়েই বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যার সঙ্গে মিলেই তাপমাত্রা কমতে থাকার পূর্বাভাস এসেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বিস্তার এখন পশ্চিমবঙ্গ ও তার আশপাশে রয়েছে। একই সঙ্গে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি ২২ নভেম্বরের দিকে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নতুন করে একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী প্রথম দিন থেকেই সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক। রাত ও দিনের তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হবে না।

বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর দিনের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

তৃতীয় ও চতুর্থ দিন একই ধারা বজায় থাকবে—আবহাওয়া শুষ্ক, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাত-দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement