মধ্যরাতে বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিল ডিবি
Published : ১১:০৭, ১৯ নভেম্বর ২০২৫
রাজধানীর নতুন বাড্ডা থেকে দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড ও অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ডিবি পরিচয়ে একটি দল তার বাসায় গিয়ে তাকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, পরিচয় দেওয়া সদস্যদের মধ্যে থাকা আশরাফুল নামের এক পুলিশ কর্মকর্তা সোহেলের স্ত্রীকে বলেন, “ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান। কথা শেষ হলে তাকে বাসায় পৌঁছে দেওয়া হবে।”
ঘটনার সত্যতা জানতে গণমাধ্যম কর্মীরা ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,
“সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।”
তবে কোন অভিযোগ বা তথ্যের ভিত্তিতে তাকে মধ্যরাতে তুলে আনা হয়েছে—সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি ডিবি প্রধান।
সাংবাদিক সহকর্মী ও পরিবারের সদস্যরা বিনা নোটিশে গণমাধ্যম কর্মীকে বাসা থেকে তুলে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বচ্ছ তদন্ত প্রক্রিয়ার দাবি জানাচ্ছেন।































