রংপুরে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

রংপুরে ধান ক্ষেত থেকে নবজাতক উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৫৭, ১৮ নভেম্বর ২০২৫

রংপুরে ধান ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। ধান ক্ষেতে নবজাতকের কান্নার শব্দ শুনে ছুটে যান এলাকাবাসী। সেখানে গিয়ে দেখতে পান ধান ক্ষেতের মাঝখানে খোলা আকাশের নিচে ফুটফুটে এক ছেলে শিশু।

আজ ১৮ নভেম্বর মঙ্গলবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামে এক ধান ক্ষেত থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল করিম নামে এক কৃষক সকালে ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কান্নার শব্দ শুনে ছুটে যান তিনি।

দৌড়ে গিয়ে দেখেন ধানের ক্ষেতের মাঝখানে এক ফুটফুটে নবজাতক ছেলে শিশু কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। এলাকাবাসী দ্রুত শিশুটি প্রাথমিক সেবা দিয়ে বুকে আগলে রাখে ও উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement