ভারতের উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি মাছ ধরার একটি ট্রলারকে আটক করেছে। অভিযোগ অনুযায়ী, ট্রলারের জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে।
উপকূলরক্ষী বাহিনী প্রথমে ট্রলারটি লক্ষ্য করে এবং কাগজপত্র যাচাইয়ের জন্য তা পরীক্ষা করে। পরিদর্শনের পর নিশ্চিত হন যে ট্রলারটি বাংলাদেশি জেলেদের।
এরপর তারা তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। সেই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, শনিবার রাতেও ২৯ জন বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করেছিল। আটককৃত জেলেদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে। প্রাথমিক ধারণা, মাছ ধরার সময় জেলেরা পথ হারিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করেছে।


































