রাকসু-চাকসু নির্বাচন নিয়ে যা বলেন- স্বরাষ্ট্র উপদেষ্টার

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে যা বলেন- স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মতোই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাকসু ও চাকসু নির্বাচনের বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের উদ্বেগ বা শঙ্কা নেই। আমরা আশাবাদী, নির্বাচন দুটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। “আপনারা যারা সরেজমিনে যাবেন, পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আপনাদের পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।”

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “দুটি বিশ্ববিদ্যালয়েই নির্বাচনের আগে শিক্ষার্থীদের মধ্যে প্রচুর উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা আশা করি, এই উচ্ছ্বাস ইতিবাচক ভূমিকা রাখবে এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement