রাকসু নির্বাচন: কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে দেবে ভোট

Published : ২৩:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভোট কেন্দ্র স্থাপন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ৯টি একাডেমিক ভবনে।
তথ্য অনুযায়ী, মমতাজউদ্দিন একাডেমিক ভবনের ১৫৬ নম্বর কক্ষে ভোট দেবেন মন্নুজান হলের শিক্ষার্থীরা। ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে থাকছে জুলাই-৩৬ হল ও রোকেয়া হলের ভোটগ্রহণ ব্যবস্থা ভবনের উত্তর গেট দিয়ে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট দিয়ে ১২২ নম্বর কক্ষে রোকেয়া হলের ভোট হবে। রবীন্দ্র ভবনে তিনটি হলের ভোটগ্রহণ হবে—তাপসী রাবেয়া হল (১৪৬ নম্বর কক্ষ), বেগম খালেদা জিয়া হল (১১৯ নম্বর কক্ষ) এবং রহমতুন্নেসা হল (১২৩ নম্বর কক্ষ)।
জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে শহীদ হবিবুর রহমান হল (১৩৩ নম্বর কক্ষ) ও শহীদ শামসুজ্জোহা হলের (১০১ নম্বর কক্ষ) ভোট হবে। ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের সিএসএল ১২৫ নম্বর কক্ষে বিজয়-২৪ হল এবং দক্ষিণ-পশ্চিম ফটক দিয়ে ১১৬ নম্বর কক্ষে নবাব আব্দুল লতিফ হলের ভোট হবে। সত্যেন্দ্রনাথ বসু ভবনে ১৩৩ নম্বর কক্ষে শের-ই বাংলা ফজলুল হক হল এবং ২০৮ নম্বর কক্ষে মতিহার হলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া জগদীশ চন্দ্র একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোট হবে। বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব অংশে সৈয়দ আমীর আলী হল ও পশ্চিম অংশে শাহ মখদুম হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচনে ৯৯০টি বুথ থাকবে—ইসমাইল হোসেন সিরাজী ভবনে ১৫০টি, রবীন্দ্র ভবনে ১৫০, মমতাজউদ্দিন ভবনে ৭৫, সত্যেন্দ্রনাথ বসু ভবনে ১০০, ড. শহিদুল্লাহ ভবনে ৬৫, জাবির ইবনে হাইয়ান ভবনে ১৩০, জগদীশ চন্দ্র ভবনে ১২০, জামাল নজরুল ইসলাম ভবনে ১০০ এবং জুবেরি ভবনে ১০০টি বুথ।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন ছাত্র এবং ১১ হাজার ৩০৫ জন ছাত্রী। অর্থাৎ মোট ভোটারের মধ্যে ছাত্র ৬০ দশমিক ৯ শতাংশ আর ছাত্রী ৩৯ দশমিক ১৪ শতাংশ।
প্রার্থী হয়েছেন মোট ৯০৩ জন। এর মধ্যে রাকসুর কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন এবং হল সংসদে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, "আমরা বিশেষজ্ঞদের সহায়তায় ওয়েমার পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য ১৭টি কেন্দ্রে মোট ১৭টি মেশিন ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে ৬টি করে মোট ১০২টি ব্যালট বাক্স।"
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা হবে। গণনার পুরো প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। চেষ্টা থাকবে এক ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করার।
তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
BD/AN