গকসু নির্বাচন: একজন ভোটার কমলো যে কারণ

গকসু নির্বাচন: একজন ভোটার কমলো যে কারণ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:১২, ২২ সেপ্টেম্বর ২০২৫

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)তে দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। তবে নির্বাচনের একেবারে আগ মুহূর্তে চূড়ান্ত ভোটার তালিকায় কারিগরি ত্রুটির কারণে জটিলতা দেখা দেয়। এতে বাংলা বিভাগের এক শিক্ষার্থীর নাম একাধিকবার চলে আসে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে গকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটির কারণে বাংলা বিভাগের মোট ভোটার সংখ্যা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে এখন তা সংশোধন করে বিভাগের সঠিক ভোটার সংখ্যা ২৮৮ জন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া জানানো হয়, প্রযুক্তিগত (টেকনিক্যাল/ডিজিটাল) সমস্যার কারণেই এই ভুল হয়েছিল। বিষয়টি সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। সংশোধনের পর চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬১ জন।

উল্লেখ্য, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ছাত্র সংসদ চালু রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর গকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সংসদ নির্বাচন।

এর আগে ১১ আগস্ট গবি প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে ২৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। পরবর্তী আপিল ও শুনানি শেষে ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এরই মধ্যে প্রার্থীদের ডোপ টেস্টও সম্পন্ন হয়েছে। রিপোর্টে কারও পজিটিভ আসলে তার প্রার্থিতা বাতিল করা হবে। এবারের নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩ জন প্রার্থী।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement