রাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিল জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের শারীরিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্তে বলা হয়েছে, শিক্ষকদের বিরুদ্ধে শারীরিক হেনস্থা শিক্ষকতা পেশা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদার পরোক্ষ অবমাননা; এটি অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত এক ঘটনা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষকদের লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ফোরামের সদস্যরা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম — ক্লাস, পরীক্ষা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম—বর্জন করবে। তারা দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততার সঙ্গে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিশ্চিত পদক্ষেপ নেবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement