আবারও ভূমিকম্প ঢাকায়

আবারও ভূমিকম্প ঢাকায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪২, ২৭ নভেম্বর ২০২৫

ঢাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানীজুড়ে হালকা কাঁপুনি টের পাওয়া গেলেও অনেকেই বিষয়টি বুঝতে পারেননি, কারণ রিখটার স্কেলে এর মাত্রা ছিল মাত্র ৩ দশমিক ৬। ভূমিকম্পটির উৎসস্থল ছিল গাজীপুরের কালীগঞ্জ অঞ্চল।

এর আগেও গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ সারাদেশ জুড়ে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার তীব্রতায় বেশ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই দিনের ভূমিকম্পে শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটে এবং আহত হন ছয় শতাধিক মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নরসিংদীতে, যেখানে পাঁচজন মারা যান। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক মানুষ ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। এ ছাড়া বেশ কিছু ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু স্থাপনা হেলে যাওয়ার ঘটনাও ঘটে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement