খালেদা জিয়াকে কৃত্রিম অসুস্থ করার অভিযোগ রিজভীর

খালেদা জিয়াকে কৃত্রিম অসুস্থ করার অভিযোগ রিজভীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২৭, ২৭ নভেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কৃত্রিমভাবে অসুস্থ করা হয়েছে। তিনি জানান, খালেদা জিয়ার খাবার ও ওষুধে বিষ মিশিয়ে তার অসুস্থতা সৃষ্টি করা হয়েছিল।

রিজভী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রেসক্লাবে ৯০-এর ছাত্র গণ-অভ্যুত্থানের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন। তিনি আরও বলেন, জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল এবং শেখ হাসিনার শাসনামলের সহযোগী ছিল, যা গণতন্ত্র পুনঃস্থাপনে দীর্ঘ সময় নিতে বাধ্য করেছিল।

তিনি এসময় উল্লেখ করেন, এরশাদ এবং শেখ হাসিনা একই ধরনের চরিত্রের নেতা, যারা গণতন্ত্রকে ছুরির আঘাত দিয়ে নষ্ট করেছেন। তিনি বলেন, এরশাদ ব্যাংক লুট করেছিলেন, আর শেখ হাসিনা সেই প্রক্রিয়ার চূড়ান্ত রূপ দিয়েছেন।

রিজভী বলেন, প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। তবে বর্তমান সরকারের আমলে আদালতে হস্তক্ষেপ নেই। কেউ আদালতকে প্রভাবিত করতে পারছে না। যা হচ্ছে, তা হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালের বিচার।

তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম-খুন নেই এবং রাজনৈতিক হস্তক্ষেপও হচ্ছে না। যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র বা শ্রমিক হত্যা করেছে, তাদের বিচার হবে। পাপ-বাপকেও ছাড় নয়।

রিজভী অভিযোগ করেন, ব্যাংকের ঋণ খেলাপি হয়ে আবারও ঋণ নেওয়া, কর্মসংস্থানহীনতা ও দারিদ্র্য বৃদ্ধি—সবই ‘হাসিনোমিকস’-এর ফল। তিনি বলেন, এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement