সিলেটে বৃহস্পতিবার ভোররাতে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে এই কম্পন ঘটেছিল এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। এটি খুবই স্বল্প মাত্রার হওয়ায় সাধারণ মানুষদের অনেকেই তা টের পাননি।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের মনিপুর রাজ্যে। বাংলাদেশের অভ্যন্তরে এটি তেমনভাবে অনুভূত হয়নি। তিনি উল্লেখ করেন, এমন ধরনের মৃদু ভূমিকম্প সময়ে সময়ে ঘটে থাকে এবং সাধারণত প্রজ্ঞাপন করা হয় না।
এর আগে, ২১ নভেম্বর শুক্রবার সকালে ঢাকাসহ সারাদেশে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। সেই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ ছিল। এতে শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হন। নরসিংদীতে সর্বাধিক পাঁচজনের মৃত্যু ঘটে, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। সেই সময় আতঙ্কিত অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন, কিছু ভবন হেলে পড়ে এবং ফাটল দেখা দেয়।
































