সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে এক স্কুলছাত্রের মৃত্যু ও আরও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার রাত প্রায় ১২টার দিকে উপজেলার গাগলী গ্রামের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম সৌরভ মিয়া (১৪)। তিনি জামালগঞ্জ উপজেলার কলকতখাঁ গ্রামের আমির হোসেনের ছেলে এবং ভীমখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তেন।
আহতদের মধ্যে রয়েছেন সৌরভের বড় ভাই রায়হান মিয়া (১৭), জুলহাস মিয়ার ছেলে রাহি মিয়া (১৭) ও রফিক মিয়ার ছেলে কয়েছ মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সৌরভ, তার ভাই ও সঙ্গীরা তাদের বাবা আমির হোসেনকে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে পৌঁছে দিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে গাগলী গ্রামের কাছে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই তারা সবাই গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌরভকে মৃত ঘোষণা করেন এবং অন্য তিনজনকে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আলী জানান, সৌরভকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ।




























