দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে নৌ পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিনজন জুয়াড়িকে আটক করেছে।
অভিযান বুধবার (২৬ নভেম্বর) রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে পরিচালিত হয়।
আটকরা হলেন— গোয়ালন্দের দৌলতদিয়া বাহেরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলী মণ্ডলের ছেলে মো. হাসান মন্ডল (৫০) এবং ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।
পুলিশ জানায়, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে—লুঙ্গি পরে—সম্পন্ন করা হয়। অভিযানের সময় জুয়ারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে ধরা হয়। আটককৃতদের জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, জুয়ারিরা সাধারণত দলবদ্ধভাবে কাজ করে, তাই অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ প্রক্রিয়া শেষে রাতে তাদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
































