দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে অবশেষে সোমবার, ২৪ নভেম্বর চিরবিদায় নিলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ধর্মেন্দ্র।
মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‘হিম্যান’ খ্যাত এই তারকার মৃত্যু বলিউড অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি করেছে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল, তার স্মরণসভা পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে পরিবারের পক্ষ থেকে পরে জানানো হয়, স্মরণ অনুষ্ঠানটি এগিয়ে এনে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে আয়োজন করা হবে। ‘সেলিব্রেশন অফ লাইফ’ শিরোনামের ওই আয়োজনে পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন ও সহকর্মীরা ধর্মেন্দ্রকে স্মৃতিতে ধারণ করবেন।
আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন উদ্যাপনের কথা ছিল। কিন্তু এর আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুর কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষকৃত্যে বলিউডের বহু তারকা থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত অনেকেই উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
ধর্মেন্দ্র শুধুই একজন সফল অভিনেতা ছিলেন না; তার ব্যক্তিত্ব, মানবিকতা এবং কর্মনিষ্ঠা বলিউডে তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তার চলে যাওয়ায় চলচ্চিত্র জগৎ এবং অসংখ্য ভক্ত গভীর শূন্যতা অনুভব করছে।


































