উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশ অনুমোদন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৭, ২৭ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করা হয়।

অনুমোদিত অধ্যাদেশগুলো হলো: দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে যুক্তদের নিয়মিত সম্পদের হিসাব দাখিলের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া রাজউক আইন সংক্রান্ত বিষয়ে, সারাদেশে ভবন নির্মাণে শৃঙ্খলা স্থাপন এবং এই ধরনের প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ প্রদান করেছেন।

রোহিঙ্গা সংকট সম্পর্কেও শফিকুল আলম বলেন, ২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকৃষ্ট হতো। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার এই সংকট নিরসনে যে পদক্ষেপগুলো নিয়েছে, তার সুফল পরবর্তী সরকারগুলো উপভোগ করবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement