ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণকালের অন্যতম বৃহৎ এই জানাজায় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল। বিশাল এই জনসমাগমকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এক হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা ও সাধারণ মানুষের সহযোগিতার ফলে পুরো জানাজা ও দাফন কার্যক্রম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বাংলাদেশ আনসার বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমপি। একই সঙ্গে রাজনৈতিক দলসমূহ, গণমাধ্যমকর্মী এবং জানাজায় অংশ নেওয়া সর্বসাধারণের সহযোগিতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন হয়। ঐতিহাসিক এই জানাজায় লাখো মানুষের উপস্থিতি ছিল।


































