ঢাকায় আবারও গুলির ঘটনা, আহত এক ব্যক্তি

ঢাকায় আবারও গুলির ঘটনা, আহত এক ব্যক্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৩, ২২ ডিসেম্বর ২০২৫

মহাখালী টিভি গেটের পাশে দুর্বৃত্তদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা নিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকার নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এই গুলির ঘটনা ঘটে।

আহত নাজিমুদ্দিন জানান, তিনি একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি টিভি গেটের ওই নির্মাণাধীন সাইটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করে ১০ থেকে ১২ জন মুখোশধারী ব্যক্তি সাইটের ভেতরে প্রবেশ করে। এরপর তারা তাকে এবং সাইট ইঞ্জিনিয়ারকে এক পাশে ঠেলে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এর মধ্যে ২-৩ জন তাকে শক্ত করে ধরে রাখে এবং পাশে থাকা আরও তিনজন পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। গুলির পরপরই দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাজিমুদ্দিনের ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছিল। তবে আজকের এই হামলায় কারা জড়িত, তা তিনি নিশ্চিত নন। হামলাকারীরা তার মানিব্যাগও নিয়ে গেছে। পরে সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে আহত ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে।

স্বজনদের বরাতে জানা গেছে, নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement