আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন — “অদম্য আমরা একসাথে”

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন — “অদম্য আমরা একসাথে” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৯, ১১ অক্টোবর ২০২৫

দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেড সফলভাবে আয়োজন করেছে তাদের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫।

দেশের বৃহত্তম  পর্যটন নগরী কক্সবাজারে ১০ই অক্টোবর আয়োজিত হয় এই কনফারেন্স। বার্ষিক এই সেলস কনফারেন্সে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের সেলস টিমের সেরা পারফর্মাররা এবং শীর্ষ কর্মকর্তাবৃন্দ।  

এই বছরের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “অদম্য আমরা একসাথে”, যা আকিজ বেকার্স লিমিটেড পরিবারের ঐক্য, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক হিসেবে প্রতিধ্বনিত হয়। অনুষ্ঠানে বিক্রয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ, এবং উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আকিজ বেকার্স লিমিটেড-এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, আমাদের এই সাফল্য , আমাদের ঐক্য, নিষ্ঠা ও অবিরাম পরিশ্রমের প্রতীক। আকিজ বেকার্স লিমিটেড কখনো তাদের পণ্যের গুণগত মানের সঙ্গে আপস করেনি।

আকিজ বেকার্স লিমিটেড বরাবরের মতোই ভোক্তাদের জন্য মানসম্মত, সুস্বাদু ও নিরাপদ খাদ্যপণ্য সরবরাহের কারণে সুপরিচিত এবং তা অক্ষুন্ন রাখতে অঙ্গীকারবদ্ধ।

এই কারণেই আজ গ্রাহকরা বলেন, আকিজ বেকার্স লিমিটেড এর পণ্য সবার থেকে আলাদা। তিনি আরো বলেন, আকিজ বেকার্স লিমিটেড-এর সাফল্যের মূল শক্তি হলো এর নিবেদিতপ্রাণ সেলস টিম, যারা প্রতিদিন ব্র্যান্ডের প্রতিশ্রুতি, দেশের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে দিচ্ছে।” 

কনফারেন্সে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যৎ লক্ষ্য ও বাজার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজিত এই কনফারেন্স শুধু একটি কর্পোরেট সভা নয়, এটি ছিল ঐক্য, অনুপ্রেরণা ও সাফল্যের এক উৎসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বেকার্স লিমিটেড-এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন , সেলস্ ডিরেক্টর ডাঃ রেজওয়ানা আফরোজ, উপদেষ্টা ডাঃ মোঃ আশরাফুল বারী,  চিফ মার্কেটিং অফিসার মোঃ শফিকুল ইসলাম তুষার, হেড অফ সেলস্ মোল্লা জাহিদুর রহমান এবং এএফএমএল এর নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement