ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় সোমবার (১৩ অক্টোবর) ১৫ জন গণমাধ্যমকর্মীকে ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। এই পুরস্কার দেওয়া হয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে।
পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন:
-
টিভি রিপোর্ট: এখন টিভির তাসলিমা মেহরিন এ্যানি এবং চ্যানেল টোয়েন্টিফোরের জিনিয়া কবির সূচনা।
-
স্থানীয় সংবাদ: দৈনিক জন্মভূমির বিশেষ প্রতিবেদক আওয়াল শেখ এবং একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল রুকন।
-
অনলাইন রিপোর্ট: কালের কণ্ঠের জুবায়ের আহমেদ, জাগো নিউজের আল আমিন হাসান আদিব, ঢাকা পোস্টের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের এবং জাগো নিউজের ইয়াসিন আরাফাত রিপন।
-
বিজ্ঞাপন (টিভি): ট্রিম পিকচারের পরিচালক শাহেদ শাহরুখ এবং যান্ত্রিক ফিল্মসের পরিচালক হাসান রেজাউল।
-
জাতীয় দৈনিক: দৈনিক সমকালের শাহেরীন আরাফাত, ডেইলি সানের রফিকুল ইসলাম, প্রথম আলোর মানসুরা হোসাইন, দৈনিক কালবেলার জাফর ইকবাল এবং প্রথম আলোর নাজনীন আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিনিধি, জুরি বোর্ডের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
প্রকল্প ও পুরস্কার সংক্রান্ত বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশনের প্রতিনিধি এবং জুরি বোর্ডের চেয়ারম্যান জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পারভীন সুলতানা রাব্বী। সমাপনী বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিশাত সুলতানা, পরিচালক-ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস।
পুরস্কার প্রাপ্ত গণমাধ্যমকর্মীরা বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান লাভ করেছেন।