‘লগে আছি ডট কম’-এর এমডি বাচ্চু কারামুক্ত

‘লগে আছি ডট কম’-এর এমডি বাচ্চু কারামুক্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৬, ১৩ অক্টোবর ২০২৫

দেশের নাট্যাঙ্গনের আলোচিত চরিত্র নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকের মনে বিশেষ স্থান করে নিয়েছেন।

তবে শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, তিনি নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে তিনি নিজেকে নাট্যাঙ্গনে একটি অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছেন।

নাটকে এলাকার বড়ভাই চরিত্রে অভিনয় করেছিলেন মুসাফির সৈয়দ বাচ্চু। আগের সিজনগুলোতে তার ফাপড়বাজি এবং কাবিলা, হাবু, পাশাদের সঙ্গে বিভিন্ন কৌতুকপূর্ণ দৃশ্য দর্শককে বিনোদিত করতো।

তবে সিজন ৪-এ দেখা যায়, অনলাইন ই-কমার্স ব্যবসা চালিয়ে বাচ্চু ‘লগে আছি ডট কম’-এর এমডি হিসেবে নিজেকে পরিচিতি দেন। গ্রাহকের টাকা মেরে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারও হতে দেখা যায়। এইভাবে, এমডি বাচ্চুর চরিত্র দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

চলতি সিজন ৫-এও তাকে জেলবন্দি অবস্থায় দেখা যায়। তবে সম্প্রতি নির্মাতা কাজল আরেফিন অমির ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ‘লগে আছি ডট কম’-এর এমডি বাচ্চু এবার জেল থেকে ছাড়া পেয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় অমি পোস্টে লিখেছেন, “লগে আছি ডট কম-এর মালিক বাচ্চু ভাই আবার ফিরে এলেন।” পোস্টে দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যায় বাচ্চু আরাম করে চেয়ারে বসে আছেন, চারপাশে তার দলবল দাঁড়িয়ে আছে এবং বন্দুকসহ সিকিউরিটি তার পাশে রয়েছে। ছবিতে দেখা যায়, তিনি তার পিএস মালু দেওয়ানের সঙ্গে আলাপও করছেন।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন সম্প্রচার হচ্ছে এবং দর্শকরা বাচ্চুর নতুন কাহিনী দেখার জন্য আগ্রহী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement