চট্টগ্রামে এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫ আয়োজন করলো Dhakacolo ও Race Online Ltd.

চট্টগ্রামে এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫ আয়োজন করলো Dhakacolo ও Race Online Ltd. ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শীর্ষস্থানীয় ক্লাউড ও কোলোকেশন সেবা প্রদানকারী টিয়ার III সার্টিফাইড ডাটা সেন্টার Dhakacolo এবং সারাদেশব্যাপী কর্পোরেট ইন্টারনেট ও ডিজিটাল সেবা প্রদানকারী Race Online Ltd.

যৌথভাবে চট্টগ্রামে আয়োজন করেছে একটি বিশেষ এক্সক্লুসিভ বিজনেস ইনোভেশন কনক্লেভ ২০২৫। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)-এর উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে Dhakacolo ও Race Online Ltd.-এর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:

• ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক, SPP, psc (অব.), চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)

• মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা, চিফ অপারেটিং অফিসার (COO)

• রায়হান হোসেন, চিফ বিজনেস অফিসার (CBO)

• মোঃ মাহবুবুল আলম রিয়াদ, জেনারেল ম্যানেজার (টেকনোলজি)

এছাড়াও, প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এলা আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর এমডি কামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত সকল ক্লায়েন্টদের উদ্দেশে ভিডিওবার্তায় শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের ১০০-এরও বেশি বিশিষ্ট ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানকে অত্যন্ত সফল এবং প্রাণবন্ত করে তুলেছে।

এই আয়োজনের বিশেষ মুহূর্তে, দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার স্বীকৃতি হিসেবে সম্মানিত ক্লায়েন্টদের প্রদান করা হয় “Partnership Award” । পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

• ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি

• KSRM (কবির স্টিল রি-রোলিং মিলস)

• সিকম গ্রুপ

• CCCC (কর্ণফুলী টানেল O & M প্রজেক্ট)

• ফোর্টিস গ্রুপ

• এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন

• SCITP (সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস)

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আকরামুল হক, SPP, psc (অব.), প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) বলেন—

“চট্টগ্রামভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে কাজ করা আমাদের জন্য এক বিশেষ সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমরা প্রযুক্তির মাধ্যমে নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং এই সহযোগিতা সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করছে।

Dhakacolo এবং Race Online Ltd. বিশ্বাস করে, প্রযুক্তি শুধু সেবা নয়—এটি একটি সেতুবন্ধন, যা তৈরি করে নতুন সম্ভাবনার। এই আয়োজন ছিল সেই বিশ্বাসের প্রতিফলন। আমাদের উদ্দেশ্য হলো অংশীদারিত্বকে আরও দৃঢ় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং একসাথে ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement