এবার আর কোনো কথা নাই, শুরুতেই দিবা

এবার আর কোনো কথা নাই, শুরুতেই দিবা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০১, ১৩ অক্টোবর ২০২৫

জুলাই আন্দোলন দমনে সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা— এমন দাবি তুলেছেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা তার তৎকালীন ডেপুটি সামরিক সচিব কর্নেল রাজিবকে ফোনে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নিতে বলেন।

সোমবার (১৩ অক্টোবর) জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্কে এই তথ্য উপস্থাপন করেন তাজুল ইসলাম।

প্রসিকিউশন আদালতে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করে, যেখানে শেখ হাসিনার শাসনামলে আন্দোলন দমন অভিযান ও দলীয় অস্থিরতার চিত্র তুলে ধরা হয়। এরপর আদালতে একটি ফোনালাপের অংশ শোনানো হয়, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়—
‘ওরা কিন্তু জায়গায় জায়গায় এখন জমা হতে শুরু করেছে।

মিরপুর, উত্তরা, ব্র্যাক ইউনিভার্সিটি— শুরুতেই কিন্তু ইয়ে... করতে হবে, একদম শুরুতেই। ধাওয়া দিলে এরা গলিতে গলিতে থাকবে। এবার আর কোনো কথা নাই, এবার শুরুতেই দিবা।’

চিফ প্রসিকিউটর জানান, এই ফোনালাপের অপর প্রান্তে ছিলেন কর্নেল রাজিব, যিনি তখন শেখ হাসিনার ডেপুটি সামরিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দাবি করেন, শেখ হাসিনার এই নির্দেশ বাস্তবায়নের ফলেই আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ হয়।

তাজুল ইসলাম জানান, ঘটনাটি ঘটে গত বছরের ১৯ জুলাই, আর বর্তমানে কর্নেল রাজিব পলাতক রয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement