বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ, স্বর্ণার অপরাজিত ফিফটিতে

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ, স্বর্ণার অপরাজিত ফিফটিতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:২২, ১৩ অক্টোবর ২০২৫

চলমান নারী বিশ্বকাপে বাংলাদেশের দল তাদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে টাইগ্রেসরা ২৩২ রানের লক্ষ্য স্থাপন করেছে,

যা এখন পর্যন্ত বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ। দলের হয়ে অপরাজিত ফিফটি অর্জন করেছেন স্বর্ণা আক্তার।

সোমবার (১৩ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার ধীরগতিতে খেললেও উইকেট ধরে রাখার মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৬তম ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ হয়। তবে ফিফটির ঠিক পরেই রুবাইয়া আউট হয়ে যান, ৫২ বলে ২৫ রানে। ফারজানা আউট হন ৭৬ বলে ৩০ রানে।

তৃতীয় উইকেট হিসেবে মাঠে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার, যিনি ৭৪ বলে ফিফটি তুলে নেন। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি ৪২ বলে ৩২ রান করে আউট হলে, শারমিনও ফিফটির পর রান আউট হন।

এরপর শোবহানা মোস্তারি ৯ রান ও রাবেয়া খান ডাক আউট হওয়ার পর, দলের হাল ধরে এগোতে থাকেন স্বর্ণা আক্তার। ৩৪ বলে ফিফটি করে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ব্যাট করতে নামেন রিতু মনিরা, যিনি ৮ বলে ১৯ রান যোগ করেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৩২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন ননকুলেকো ম্লাবা। এছাড়া ক্লো ট্রায়ন ও নাদিন ডি ক্লার্ক একটি করে উইকেট শিকার করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement