ই-কমার্সে ’লাইফ টাইম ডিল’-এর চমক: আইডিবি ভবনে ZOYEQ বাংলাদেশের বর্ণাঢ্য অভিষেক
Published : ২০:১০, ১৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ই-কমার্স সাবস্ক্রিপশনের প্রথাগত মডেলে বৈপ্লবিক পরিবর্তন এনে 'লাইফ টাইম ডিল' অফার করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইউকে ভিত্তিক সফটওয়্যার কোম্পানি ZOYEQ।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ আইডিবি ভবন অডিটোরিয়ামে এক জমকালো লঞ্চিং সেরিমনি ও দিনব্যাপী ওয়ার্কশপের মাধ্যমে এই নতুন দিগন্তের উন্মোচন করা হয়।
বাংলাদেশে প্রথমবার ই-কমার্সে লাইফ টাইম অফার
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ZOYEQ-এর বিশেষ লঞ্চিং অফার। বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান প্রথম ১০০ জন গ্রাহকের জন্য 'লাইফ টাইম ডিল' ঘোষণা করেছে।
এই অফারের আওতায় একজন উদ্যোক্তা মাত্র একবার সাবস্ক্রিপশন ফি দিয়ে তার ওয়েবসাইটের জন্য আজীবন সেবা পাবেন; অর্থাৎ তাকে ভবিষ্যতে আর কোনো মাসিক বা বাৎসরিক চার্জ প্রদান করতে হবে না। এই ব্যতিক্রমী ঘোষণাটি উপস্থিত কয়েকশ উদ্যোক্তার মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

লার্নিং সেশন ও ডে-লং ওয়ার্কশপ
আয়োজনটি কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি একটি কার্যকর ডে-লং ওয়ার্কশপে পরিণত হয়েছিল। যেখানে সারাদেশ থেকে আসা প্রায় ২৫০ জন ই-কমার্স উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ZOYEQ-এর পরিচিতি ও কারিগরি দিকগুলো তুলে ধরেন কোম্পানির হেড অফ ইঞ্জিনিয়ারিং রাগিব হোসেন।
এরপর পর্যায়ক্রমে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞগণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেন:
মোহাম্মদ ইকরাম (ফাউন্ডার, কন্টেন্ট কিং): তিনি এক ঘণ্টার সেশনে দেখান কীভাবে ক্রিয়েটিভ কন্টেন্ট একটি অনলাইন ব্যবসার গতিপথ বদলে দিতে পারে।
সালেহীন চৌধুরী (জয়েন্ট ডিরেক্টর, কানাডিয়ান ইউনিভার্সিটি): তিনি ই-কমার্স ব্যবসায় ব্র্যান্ডিংয়ের গুরুত্ব এবং এর বৈশ্বিক মানদণ্ড নিয়ে আলোচনা করেন।
সাব্বির আহমেদ (ফাউন্ডার, ইন্টার্ন একাডেমি): স্টোরিটেলিংয়ের মাধ্যমে কীভাবে গ্রাহকের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, সেই কলাকৌশল তিনি শিখিয়ে দেন।
রোকন রাইয়ান (ফাউন্ডার, কওমি উদ্যোক্তা): ইসলামিক দৃষ্টিকোণ থেকে ব্যবসার গুরুত্ব এবং ব্যবসায়িক সততা নিয়ে আলোকপাত করেন।
মোহাম্মদ ইব্রাহিম (ফাউন্ডার, ফুডইট): তিনি তার বহুল আলোচিত 'আইএনজি (ING) মেথড' নিয়ে উদ্যোক্তাদের বাস্তবমুখী পরামর্শ দেন।
আইটি কনসালট্যান্ট (চালডাল ও এশিয়াটিক): কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে শুধুমাত্র প্রম্পটিং ব্যবহার করে কীভাবে পেশাদার কন্টেন্ট ও ব্র্যান্ডিং করা যায়, তার প্র্যাকটিক্যাল ডেমো প্রদর্শন করেন।
মোহাম্মদ নাজির হোসাইন (ফাউন্ডার, ফাউন্ডারস সেবা): তিনি উদ্যোক্তাদের সেবা ও নেটওয়ার্কিং বৃদ্ধির উপায় নিয়ে কথা বলেন।
লায়ন জাহিদ চৌধুরী (অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট): অনুষ্ঠানের শেষ অংশে তিনি একজন ব্যবসায়ীকে যেসব আইনি জটিলতার সম্মুখীন হতে হয় এবং সেগুলো উত্তরণের আইনি পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ZOYEQ-এর এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই 'লাইফ টাইম ডিল' বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SME) ডিজিটাল রূপান্তরের পথকে অনেক বেশি সাশ্রয়ী ও টেকসই করবে।
বিডি/এএন
































