প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।
এ কর্মসূচি থেকে নির্বাচন কমিশনের প্রতি কঠোর ভাষায় আল্টিমেটামও দিয়েছে সংগঠনটি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হলে তারা সারারাত নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে অবস্থান করবেন।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রয়োজনে রাতভর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ চিহ্ন রাখা হয়েছে, যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ। তিনি অভিযোগ করেন, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেন তিনি। কোন ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার স্পষ্ট জবাব নির্বাচন কমিশনের কাছে দাবি করেন তিনি। দাবি আদায় না হলে দিন-রাত নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।
এ সময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি অনিয়ম করেছে। তিনি প্রশ্ন তুলে বলেন, জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া হলো—এ বিষয়ে ইসির কাছে ব্যাখ্যা চান তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইসি ভবনের সামনে থেকে তারা সরে যাবেন না বলে ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ছাত্রদলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত, কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না—এমন কঠোর অবস্থানের কথাও জানান তিনি।





























