তারেক রহমানের সঙ্গে বৈঠকে এনইআইআর পুনর্বিবেচনার প্রতিশ্রুতি পেলেন ব্যবসায়ীরা

তারেক রহমানের সঙ্গে বৈঠকে এনইআইআর পুনর্বিবেচনার প্রতিশ্রুতি পেলেন ব্যবসায়ীরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২৮, ১৮ জানুয়ারি ২০২৬

গুরুত্বপূর্ণ অগ্রগতির সঙ্গে সাধারণ মোবাইল ব্যবসায়ীদের এনইআইআর সংস্কারের দাবিতে আন্দোলন নতুন দিক পেয়েছে।

দীর্ঘদিন ধরে চলমান আন্দোলনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দিয়েছেন, আগামী নির্বাচনে ক্ষমতায় এলে ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্ট্রার (এনইআইআর) পুনর্বিবেচনা করা হবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)–এর যমুনা শাখা এবং চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির চারজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। এই প্রতিনিধিদলের মধ্যে ছিলেন এমবিসিবির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল বিক্রেতা মাসুদুর রানা।

প্রতিনিধিরা জানান, প্রায় আড়াই মাস ধরে তারা এনইআইআর সংস্কারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোকান বন্ধ রেখে মোবাইল বিক্রি স্থগিত রাখা।

রোববারও তারা পরিবার-পরিজনসহ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারেক রহমান নিজেই গাড়ি থেকে নেমে তাদের কথা শোনেন এবং চারজন প্রতিনিধিকে ভেতরে ডেকে বৈঠকে আমন্ত্রণ জানান।

বৈঠকে অংশ নেওয়া আরিফুর রহমান জানান, তাদের সঙ্গে কথা মনোযোগ সহকারে শোনার পাশাপাশি তারেক রহমান নথি আকারে প্রেরিত অভিযোগ ও প্রস্তাবগুলো গ্রহণ করেছেন। তিনি এক প্রতিনিধি মাধ্যমে এসব বিষয় বিশ্লেষণের দায়িত্ব দিয়েছেন। প্রাথমিক আলোচনার ভিত্তিতে তারেক রহমান আশ্বস্ত করেছেন যে, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ক্ষমতায় এলে এনইআইআর সম্পর্কিত নীতি পুনর্বিবেচনা করা হবে।

এমবিসিবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকের সব বিষয় দেশের বিভিন্ন সাধারণ মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত এবং ঘোষণা প্রকাশ করবেন বলে জানান। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে তারা সারা দেশে দোকান বন্ধ রেখে মোবাইল বিক্রি স্থগিত রাখা, মানববন্ধন এবং প্রতিবাদ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন।

সংক্ষেপে, এই বৈঠক সাধারণ মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে রাজনৈতিক স্তরে গুরুত্ব দেয়ার এবং এনইআইআর পুনর্বিবেচনার সম্ভাবনা দেখানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement