ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম শোকজ

ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম শোকজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৩, ১৮ জানুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (১৮ জানুয়ারি) এই নোটিশ প্রেরণ করা হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম, যিনি ঢাকা-১১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী, নির্বাচনের আগে ঢাকা-১১ এলাকায় নিজের বিশাল আকৃতির রঙিন ছবি বিলবোর্ডে স্থাপন করেছেন। এ বিলবোর্ডে ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান উল্লেখ রয়েছে। এই কার্যক্রম রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে এবং এটি জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির পরিপন্থি বলে জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনের তিন সপ্তাহ পূর্বে প্রচার কার্যক্রম শুরু করতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন হওয়ায় নাহিদ ইসলামকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদ ইসলামের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিনি নিজে বা তার প্রতিনিধি আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement