মাদারীপুরে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত

মাদারীপুরে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩১, ১৮ জানুয়ারি ২০২৬

মাদারীপুর সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি ইজিবাইককে চাপা দেয়, এরপর সড়কের পাশের খাদে পড়ে যায়।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটকচর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রীসহ মোট পাঁচজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement