সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ জনের মরদেহ উদ্ধার

সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ জনের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১০, ১৮ জানুয়ারি ২০২৬

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটি দেখতে পায় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাবের উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি ভেতরে পোড়া দুটি মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) হেলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি আগুনে পোড়া থাকায় এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। কীভাবে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement