জুলাইয়ে ১২ শতাংশের বেশি রিটার্ন, ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার

Published : ২০:৪২, ১০ আগস্ট ২০২৫
দীর্ঘদিনের মন্দাবস্থা কাটিয়ে জুলাইয়ে দেশের পুঁজিবাজারে নতুন প্রাণ ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক মাসে বেড়েছে সাড়ে ১২ শতাংশ, যা সাড়ে নয় মাসের মধ্যে সর্বোচ্চ। জুলাই শেষে সূচকটি দাঁড়ায় ৫ হাজার ৪৪৩ পয়েন্টে, যা আগের মাসে ছিল ৪ হাজার ৮৩৮ পয়েন্টে। জুলাইয়ে ডিএসইতে গড় লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময় দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৩০ কোটি টাকা, যা জুনের তুলনায় ১১৯ শতাংশ বেশি। বাজার মূলধন এক মাসে বেড়েছে প্রায় ৪৯ হাজার ৯০০ কোটি টাকা। আলোচ্য মাসে এশিয়ার পুঁজিবাজারগুলোর মধ্যে রিটার্নের দিক থেকে বাংলাদেশ ছিল তৃতীয় স্থানে (১২.৫০%)। প্রথম স্থানে ছিল ভিয়েতনামের ভিএন ৩০ সূচক (১৩.৯৩%) এবং দ্বিতীয় স্থানে থাইল্যান্ডের এসইটি সূচক (১২.৫৪%)।
বাজার বিশ্লেষকেরা বলছেন, সামষ্টিক অর্থনীতির ইতিবাচক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রফতানি ও রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা এবং ট্রেজারি বিল-বন্ডের সুদহার হ্রাস বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে। ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁকও বাজারে ঊর্ধ্বমুখিতা এনেছে।
তবে জুলাইয়ের পর আগস্টের প্রথম সপ্তাহে কিছুটা দর সংশোধন হয়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৮ পয়েন্টে নেমেছে। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৮.৬৪ শতাংশ, দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৫ কোটি টাকায়।
চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে দশমিক শূন্য ৬ শতাংশ কমে ১৫ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। যদিও সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে, দাঁড়িয়েছে ১১১ কোটি ৬৩ লাখ টাকায়। সব মিলিয়ে, জুলাই মাস দেশের পুঁজিবাজারের জন্য ছিল ইতিবাচক পরিবর্তনের মাস, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
BD/Z