সাজিদেরও ১১ বছর আগের সেই ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি হলো
২০১৪ সালে ঢাকার শাহজাহানপুরে চার বছরের শিশু জিহাদের করুণ মৃত্যুর ঘটনা অনেকেরই মনে আছে—২৩ ঘণ্টার উদ্ধারচেষ্টা, ফায়ার সার্ভিসের হাল ছেড়ে দেওয়া, আর স্থানীয়দের উদ্যোগে শেষ মুহূর্তে শিশুটিকে তুলেও তাকে বাঁচানো না যাওয়ার বেদনাদায়ক স্মৃতি এখনো তাজা।