ভাবিকে ধর্ষণের চেষ্টা, মফিজুল ইসলাম গ্রেপ্তার

ভাবিকে ধর্ষণের চেষ্টা, মফিজুল ইসলাম গ্রেপ্তার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৮, ১৮ আগস্ট ২০২৫

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে এক ব্যক্তি ভাবিকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি মফিজুল ইসলাম (৪৫), একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ঘটনা ঘটে ১২ আগস্ট রাতের দিকে।

স্থানীয়দের অভিযোগ, মফিজুল ও ভুক্তভোগী নারীর মধ্যে পূর্ব থেকেই অনৈতিক সম্পর্ক ছিল। এই নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তারপরও ঘটনা পুনরায় ঘটায় গ্রামবাসী হতবাক হয়েছেন।

ভুক্তভোগী নারী জানান, দেবর দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করছিলেন। আত্মরক্ষার্থে তিনি মফিজুলকে আঘাত করেছেন।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। সোমবার ভোরে পুলিশ মফিজুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement