ডাকসু নির্বাচনে সর্ব মিত্র চাকমা ও জুলাইয়ে চোখ হারানো জসিম শিবিরের প্যানেলে

ডাকসু নির্বাচনে সর্ব মিত্র চাকমা ও জুলাইয়ে চোখ হারানো জসিম শিবিরের প্যানেলে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৮, ১৮ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ইসলামী ছাত্রশিবির তাদের প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে স্থান পেয়েছেন সর্ব মিত্র চাকমা ও জুলাই মাসে আন্দোলনকালে চোখ হারানো ছাত্র নেতা খান জসিম।

সর্ব মিত্র চাকমা, যিনি একজন প্রতিবন্ধী শিক্ষার্থী, শিবিরের প্যানেলে সদস্য পদে মনোনীত হয়েছেন। অন্যদিকে, খান জসিম, যিনি গত জুলাই মাসে আন্দোলনকালে চোখ হারিয়েছিলেন, শিবিরের প্যানেলে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

এছাড়া, প্যানেলে অন্যান্য পদে মনোনীতরা হলেন:

  • ভিপি পদে: সাবেক সভাপতি সাদিক কায়েম

  • জিএস পদে: শাখা সভাপতি এসএম ফরহাদ

  • সহ-সাধারণ সম্পাদক পদে: সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে: ফাতিমা তাসনীম জুমা

প্যানেল ঘোষণা শেষে, এসএম ফরহাদ বলেন, "আমরা একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল গঠন করেছি, যেখানে প্রতিবন্ধী ও বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রয়েছে।" তিনি আরও জানান, "আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।"

প্যানেল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবি শাখা শিবিরের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement