হবিগঞ্জে সালিশের ঘটনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জে সালিশের ঘটনায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:২২, ১৮ আগস্ট ২০২৫

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পূর্ব সুন্দরপুর গ্রামে রিমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন মুজিবুর রহমান। দেশে ফেরার পর থেকেই তার স্ত্রী রিমার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শনিবার দিবাগত রাতে মুজিবুর রহমানের পরকীয়া বিষয়ক অভিযোগ নিয়ে গ্রামে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি অপমানিত বোধ করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছেন যে রিমার স্বামী মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হত্যা করে মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিহতের স্বামী ও শ্বশুর পালিয়ে যান। স্থানীয়রা নিহতের দেবরের স্ত্রী রুজিনা বেগমসহ দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহতের চাচা অভিযোগ করেছেন, রিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং মরদেহ ঝুলিয়ে রেখে একটি নাটক সাজানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement