পুলিশের কনস্টেবল ওমি দাশের গ্রেফতার

পুলিশের কনস্টেবল ওমি দাশের গ্রেফতার

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৮, ১৮ আগস্ট ২০২৫

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বার্তা অনলাইনে ফাঁসের ঘটনায় সিএমপির টেলিযোগাযোগ শাখার কনস্টেবল ওমি দাশকে গ্রেফতার করা হয়েছে। তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন। রোববার রাতে সরকারি গোপনীয়তা আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ একটি গোপন বার্তায় পুলিশ সদস্যদের উদ্দেশে নির্দেশ দেন, "যখন কোনো ব্যক্তি ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের আক্রমণ করবে, তখন আত্মরক্ষার্থে গুলি চালাতে হবে।" এই বার্তাটি ওয়াকিটকি মাধ্যমে প্রেরণ করা হয়েছিল এবং পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ওমি দাশ অভিযোগ করেছেন যে তিনি অনুমতি ছাড়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা বাহিনীর শৃঙ্খলা ও গোপনীয়তা লঙ্ঘন করে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিওটি ফাঁস হওয়ার পর সিএমপি কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করে এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, "গোপনীয়তা লঙ্ঘনকারী সদস্যের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপস করব না।"

এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য ফাঁসের ঘটনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর নজরদারি ও নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement