ট্রায়াল রুমে নারীদের গোপন ভিডিওর অভিযোগ

ট্রায়াল রুমে নারীদের গোপন ভিডিওর অভিযোগ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১০, ২৬ আগস্ট ২০২৫

রাজধানীর উত্তরা এলাকার একটি কাপড়ের দোকানে ট্রায়াল রুমে নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ।

সোমবার মধ্যরাতে ইরফান সাজ্জাদ ফেসবুকে একটি ভিডিও পোস্টের মাধ্যমে পুরো ঘটনা জনগণের সামনে তুলে ধরেন। ভিডিওতে তিনি জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট–২ এর বিপরীতে অবস্থিত ওই কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গোপনে নারীদের ভিডিও ধারণ করা হতো। এক তরুণী এই ঘটনায় ভুক্তভোগী ছিলেন।

ইরফান সাজ্জাদ লিখেছেন, ট্রায়াল রুমে প্রবেশ করার পর ভুক্তভোগী তরুণী ক্যামেরা লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে দোকান মালিকের কাছে বিষয়টি তুলে ধরেন। তখন দোকান মালিক ঘটনাটি চাপা দিতে এবং প্রকাশ না করার জন্য ভুক্তভোগীকে চাপ দিতে চেষ্টা করেন। এমনকি তরুণীকে আটক রাখারও চেষ্টা করা হয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষজন এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোনে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে। ইরফান সাজ্জাদের দাবি, দোকানকর্মীরা পালাতে বিল্ডিংয়ের কিছু লোকের সহায়তা নিয়েছিল।

ঘটনার বিষয়ে সতর্ক করে ইরফান সাজ্জাদ বলেছেন, চারপাশের ভদ্র চেহারার মানুষ সবাই ভদ্র নন; অনেকেই নরপিশাচের মতো আচরণ করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ইরফান পোস্টে ওই দোকানের নাম প্রকাশ করেননি। তিনি উল্লেখ করেছেন, শোরুমের কোনো সাইনবোর্ড বা চিহ্ন নেই। তাই ভিডিওটি দেওয়া হয়েছে নাম না জানিয়ে, যাতে সাধারণ মানুষ সতর্ক থাকে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement